শব্দকে ছুটি

১২:০৬ AM চিরশ্রী দেবনাথ 0 Comments

শব্দকে ছুটি
..................
শব্দ কে দিলাম ছুটি,
নৈঃশব্দ্য এসো অগুনতি বিষাদ নিয়ে/
পায়ের শব্দকে ঘুম পারিয়ে দাও/
পালকের নূপুরে, অক্ষর থেকে অক্ষর/
মাঝখানে ছেদহীন নীরবতা/
থাক না আমার হয়ে।/
দীর্ঘ পথ মিছিলে মিছিলে ছয়লাপ/
স্লোগানে স্লোগানে দুরন্ত/
বিপন্ন উচ্ছ্বাসে তবু অভিমানী মৌণতা। /
দুপুর রোদ গায়ে মেখে বারান্দার একা
ইজি চেয়ার, /
কখনো রাতজাগা ঘরে স্তব্ধতার অম্লস্বাদ /
কিছু পাখি উড়ে গেলো ভোরের দিকে, /
মুখোমুখি নড়বড়ে সাঁকোতে গুঁজে দিই তাদের পালক, হোক না ঝরে পরা, /
তবু দেখো লেগে আছে কত রং,/
দেবো তাকে রোদপিঁড়ি, ধানের শীষ আর আলপথ।/

0 মন্তব্য(গুলি):