দুহিতা

৫:০৩ PM চিরশ্রী দেবনাথ 1 Comments

দুহিতা
............

পৃথিবী আজকাল আমার বুকময় ...
দীর্ঘ রাত্রিকাল যাপন করে,

রেখে যায় এক  নিষিক্ত ফুলবন,

তারা রূপান্তরিতা স্বপ্নদুহিতা,

সুগন্ধি ভাসিয়েছে মাটির কলসে

আমি শরীরি মৃত্তিকায় মিশাই সেই গন্ধরেনু,

এসময় নারীময়, দহনে গলনে মিশ্রণে নারীবিন্দু,

এই শতক, তারো পরের শতকে, আরো সহস্রমুহূর্তে,
সব গন্ধরেনু যোনিতে জননে  পরিচয় রেখে যেও.....

1 টি মন্তব্য:

  1. একই সঙ্গে ঈশানের ব্লগেও পোষ্ট করলে ভালো। এর জন্যে যে বহু সময় অনেকে পূর্বোত্তরের কবিতার , লেখকের সন্ধান করেন। ঈশানে একত্রে পেলেও পেতে পারেন। অবশ্য কোনো জোরাজোরি নেই। নিজের ব্লগে লেখা সব সময়েই ভালো, এবং সেটাই অগ্রাধিকার পাক।

    উত্তরমুছুন