অপমানের মত "প্রকাশিত "
অপমানের মতো
..............................
....চিরশ্রী দেবনাথ
অমাবস্যা আমার খুব প্রিয় এক দীর্ঘ অপমান/
এতো আশ্লেষ এতো নিবিড়তা প্রেম কি কখনো দেয়? /
ছুঁয়ে ছুঁয়ে দেখি, শিরায় শিরায় তার দুরন্ত প্রবাহ, /
কি সবল, রক্তহীন সে,/
আরো চাই, এই বিলাসী শরশয্যা/
ঝিঁ ঝিঁ পোকার মত অসহ্য হয়ে,/
কানে বাজুক সারাক্ষণ, /
অপমানের রঙ্ কি হলুদ? /
পাতা ঝরতে দিয়ো না, তবে.... হলুদ বন, /
ঝরলেই যে বসন্ত ! /
তার আগে তুমি থাকো শিশু বা প্রৌঢ় হয়ে /
তোমার লোল, দুধগন্ধ, এতো কালো যে, /
আমার খুঁজতে হয় না,/
ধর্ষণকামী প্রেমিক সে, /
তীব্র আদরে ডুবিয়ে দেয়, না চাইতেই, /
বাজ পাখীর লোভী উড়ান,/
আমি তার সওয়ারী হবো আজীবন..../
অমৃত পুড়িয়ে গরল, পান শুধু পান ..../
0 মন্তব্য(গুলি):