দুঃখনেশা

১২:১০ AM চিরশ্রী দেবনাথ 0 Comments

কিছুদিন স্তব্ধতা দিও, 
ধোঁয়ার স্তবকে আকাশের স্বাদ, 
কিছুদিন, আরো কিছুদিন ঘন হয়ে থাকো,
তোমার ব্যর্থতা আমার মাদক, নেশাদুঃখ,
ডুবতে তবু এতো সময় নিচ্ছি কেন ...
  

0 মন্তব্য(গুলি):