বসন্ত ধুলো ...নয়

১১:১৭ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

বসন্ত ধুলো ....নয়

এখন দিন ও রাতে/
বসন্তকালীন পেঁচকেরা ডেকে যায়, /
তারা ভুলপথে ঢুকে যায় মালভূমি শরীরে,  / জ্বলজ্বলে সোনালি পালক ভাসিয়ে দেয় রক্তখাতে/

উদভ্রান্ত এক শালবন আমার ভেতরে/
ডানার ঝাঁপটায়, অস্থিমজ্জায় কি পাগল বসন্ত/

রাত্রি ডেকে ডেকে ক্লান্ত পেঁচকেরা/
আমার চোখেই সমুদ্র খোঁজে, সৈকতে নবকুমার/

ঝিনুকপথে তার অবিরাম রক্তক্ষরণ ঘটছে/
কোনদিনই সে পথ হারায়নি ....../

0 মন্তব্য(গুলি):