বসন্ত ধুলো.....এগারো
বসন্ত ধুলো ....এগারো
কতো তীব্র এই বসন্তযাম! /
গন্ধরাজ গ্লাসে উপচে পড়ে ক্ষরণ/
আর কত, আর আর ....../
সব শৌখিন শব্দ, মুখোশ যাপন আসলে যন্ত্রনা/
নিভে যেতে হবে, হয়তো কিছু সময় /
সব মুকুল ঝরে ঝরে পরে যাক/
জোৎস্নায় দেখি সারা পৃথিবী, ঘুমোক তারা .../
এই অশান্ত সময় আমাকে শুধু শব্দ কণা দিও .../
0 মন্তব্য(গুলি):