বসন্ত ধুলো ...চৌদ্দ /বেত্রবতী

৮:১৬ AM চিরশ্রী দেবনাথ 0 Comments

বসন্ত ধুলো ...চৌদ্দ

বেত্রবতী
...............

বালিশ, বিছানা এবং কিছুটা /
একান্ত মনখারাপ ছেড়ে/
জানালা খুললো বেত্রবতী,/

বসন্তকালীন রোদ ঢেকে দিল/
তার ছোট স্তন,  খড়খড়ে কালো গাল, /
শুকনো ঠোঁট, আর ঝড়ো চোখকে।/

ঘুম ভেঙে যাওয়ার আগে /
বেত্রবতীর এই শারীরিক রাজ্যপাট/
নিগূঢ় বসন্তে অভিমানী থাকে..../

বেত্রবতীর সব ব্রণ দাগ রেখে গেছে অবেলায়, /
কৈশোর আছড়ে পরে বারংবার/
নিঃসার একান্ত অভিসারে তারা সমুদ্র শুশুক../

বেত্রবতীর দিন ভালো লাগে না/
রাত কেবলি রাত কেন হয় না এ জীবনে../

দীর্ঘ এক সানাই কেন বেজে যায় না নহবতে/
তার সব নিজস্ব প্রেমেদের স্বয়ম্বর হতেই থাক্../
গায়ে মাথায় মুখে বেত্রবতী মেখে নেয় অলীক সুখ/ ..
বিবাহিতা কেবলি বিবাহিতা তার এই অবৈধ বিলাস। /

কারা যেন আঁশটে মুকুলগন্ধ লিখে যায় /
ঋতুর ঘাটে ঘাটে পাত্র চাই বিজ্ঞাপনে,/

  দিনশেষের রজঃস্বলা,  এই বসন্তযাপন /
গা কুটকুটে অসহ্য ব্যথা, তাকেই কেন শুধু? /

কিছু শিমূল, কিছু আবির বেত্রবতীর ঠোঁটে/
একটি কামড় রেখে যাবে, /
কথা হয়ে উড়ে গেছে সাতজন্ম পরে../

তাই দীর্ঘ, দীর্ঘ এই সব রাত/

বেত্রবতীকে জেগে থাকতে হয়, /
রূপং দেহি, রূপং দেহি, রূপং দেহি.../

বেত্রবতী মা হয়, তার সব সন্তানেরা অযোনিসম্ভূত।/

তাম্রবরণা বসন্তে বেত্রবতী ফুটতে থাকে
নিখাদ কালো দহন হয়ে... /

জানালা বন্ধ করে দেয় বেত্রবতী/

জন্ম, জন্ম এবং আরো
সাতজন্ম পর সে প্রিয়া হবে..../

0 মন্তব্য(গুলি):