পাহাড়ের কাছে

৮:৫৮ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

আজীবন গ্রীষ্ম মেখে এক অপেক্ষার পাহাড়
গায়ে মোমের মতো গলে আছে  অম্ল শহর
সেই বিকেলে পাহাড় রেখে গেলো অনাম্নী পতন,
আর ঝড়ো শ্বাসে রোজকার ঘন নোনা বাতাস ...

পাহাড়.....তোমার  বুকেই থাক তবে
ঝিনুক সময়......আমার সকল সর্বনাশ

0 মন্তব্য(গুলি):