গ্রন্থি

৮:৪৭ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

গ্রন্থি
................©চিরশ্রী

দুজনের বেঁচে থাকায় এক অমীমাংসিত গ্রন্থি থাকে,
কিছু নির্জীব প্রশ্ন,
তারা গাছেদের বেঁচে থাকার মতো ঋতুছাল ছাড়ায়
তারপর আঁচল থেকে এক ক্রমাগত নির্জনতা খুলে পড়ে
তখন বাইরে পাখির সুর বাক্সবন্দি হয়,
ঠিক যেমন সুগন্ধী বন্দী করি বগলের ভাঁজে
এই আশ্লিষ্ট হওয়া তুলি  ভুল ছবির মতো,
গহন  ঘর রঙ করতে থাকে।
মরুজ্যোৎস্নার দুধ রঙ ছাপিয়ে দেয় খোলসহীন সময়
গজগামিনী মেয়ের মতো আমাদের শ্রমেরা হেঁটে বেড়ায়,
ঘরের মেঝেতে ভীতু  কালপুরুষ আকাশ ফুটে ওঠে
কুলঙ্গীতে রাখা তার সমস্ত সাহস জমে আছে  শীতগ্রহণে
এই আজানুলম্বিত মনোবিকার ধানের ক্ষেতের মধ্যাহ্ন যেন,
কিংবা অগভীর শষ্যপথে গুণে গুণে রাখা তাম্রমুদ্রা
হিসেবের কাগজে  ডাহুকের গলার অশনি সংকেত... সন্ধ্যার হতাশায় কারা যেন প্রাণ ও অমৃত খুঁজে বেড়ায়
ফেলে আশা শহরে রাত বারোটায়
জেলখানায় বেজে ওঠে ঘন্টার ঢং ঢং,
এই তো ... পৃথিবীর কয়েদীর বেঁচে থাকার অাদরের ছল
আমি সবকিছুতে মিশে উচ্ছ্বাসের শিশির গুণি
চারপাশের অগুনতি সুতোর মাথায় অবসর লেগে থাকে
সময়ের  খোঁজে গেঁথে ফেলি তাদের
নৌকার গলুইতে সংগোপনে আছে এসমস্ত দেহহীন সঞ্চয় ...

0 মন্তব্য(গুলি):