অসমাপ্ত অভিধান

১২:৪৮ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

অসমাপ্ত অভিধান ( প্রকাশিত "অন্য নিষাদ ")
........©চিরশ্রী দেবনাথ

অামার ভাষা এখন নাগরিক, উঁচু বাড়ির সারি
মধ্যযামে বাতাস আসে গরীবলোক থেকে
খিস্তি, গালি, নেশার আম্রচুড়ে মাতোয়ারা
রাশি রাশি মেঘটাওয়ারে আটকে যায়
অভিধান চ্যুত শব্দ গ্রন্থি, মেছো সুর,
বৃষ্টি নামে তুমুল অজস্র,
ভাসতে থাকে ছেলের দলের দঁড়ি ছেড়া বিকেল,
এতো উঁচু থেকে কিছু বোঝা যায় না অথবা অনেক নীচু থেকেও।

খোলা অভিধান পাতা আসনের মতো, প্রসূতি লগ্ন এখন।
ভীড় হয়ে আছে উত্তর পূর্ব ভারত
কাঁঠালের গন্ধ লাগা অনুন্নত শব্দের মিছিল
তারা শ্লোগান দেয়নি কখনো, করেনি আসন পাকা,
শুধু পরিশীলিত শব্দরাজির কন্ঠ জড়িয়ে আজ তারা সবুজ পলি।
একটি বাংলা অভিধান কোনদিন সম্পূর্ণ হয় না, এ গৌরব নিয়ে বইছে ঊনিশ,
তরুণ ছাত্রটি গবেষণা পত্র জমা দেওয়ার আগে লিখে দেয়,
" সবে শুরু, সবসময় যেন হয় মধ্যরাত,
ছুটে যাক দুরন্ত পাহাড় লাইন, আর
নক্ষত্রের মতো জেগে থাক সমূহ শব্দ "।

0 মন্তব্য(গুলি):