মৌণ

৮:০৩ PM চিরশ্রী দেবনাথ 0 Comments


মৌণ

.......

ছয় মে, 

গ্যালভেস্টন শহর, আমেরিকা, মধ্যরাত। 

ছয়শো মাইল পাড়ি দেওয়া পরিযায়ী পাখি পরিবার, 

বড়ো ক্লান্ত, ঝড়ে দিগভ্রান্ত,

কি ভীষণ আলো, পাহাড়ের মতো উঁচু , এটাই কি সোনালী আশ্রয়? 

সাত মে, সকাল, রাশি রাশি বিহঙ্গ শরীর

রঙীন পালকে ফেলে আসা গাছ, পর্বতগ্রন্থির ঘরবাড়ি। 

এই অসামরিক, তুচ্ছ হত্যা উৎসবে, প্রযুক্তির  রোশনাই মাথা নীচু করতে শেখো, 

 মনে রেখো, এ আকাশ পাখির, 

এতটাই উঁচু, তীব্র অহংকার নাই বা দেখালে ! 

তারা সপরিবারে এসেছিলো, ফেরেনি কেউ। 

কুয়াশার চিঠি জানিয়ে দিও, পাখিরা সবাই মরে গেছে,

অচেনা শহরে, গভীর রাতে  । 

0 মন্তব্য(গুলি):