সুখপাখি

৮:৪৩ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

সুখপাখি

.........

সবার কাছে পৃথিবীর কষ্টের কথা শুনি

কষ্টেরা রূপোলী দানার নির্জনতার মতো

তারা রোদ এবং ঋতু মেখে শুয়ে থাকে মাটির আদরে

শুনি, জ্যোস্নার মিছিলে গাছের ছায়াও সামিল

কষ্টের গল্প তারা লিখে দেবে  কাগজের অম্লবারুদে

একা একা দুই মা বাবা বিরহ রচনা করে

একটি দেবলোকের চাবি হারিয়েছে ওরা জোয়ার ভাঁটায়

আমার সঙ্গে দেখা হয়েছে সেই শিশু মেয়ের

দাম্পত্যের ঝড়ো পথে পাতার মতো বইছে সে

বাবার অচেনা জানুতে,

মায়ের অভিমানী পলকে, শৈলশহরে,

হাতে রেশমী রুমাল

মুখে গোলাপী হাসি

নাহ্ কোন দুঃখ লেখা নাই তার চোখের পাতায়

সবে ভোর ভোর কাঞ্চনজঙ্ঘা চেয়েছে মুখ তুলে।



0 মন্তব্য(গুলি):