প্রকাশিত, "কবি সম্মেলন ",অগাস্ট সংখ্যা, 2017

৯:২৫ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

বন ও মরুভূমি

.......চিরশ্রী দেবনাথ 

এক 

ঠিকঠাক সংসারী হওয়া গেলো না 

মাথা ঝুঁকিয়ে সেলাই করার অক্ষমতা জন্মগত দূর্বলতা

গ্রীষ্মের কাঁচাফলে হলুদ লবন লাগিয়ে সঠিক রোদে মাপতে পারি না 

খুব গরমের নেশাগ্রস্ত দুপুরে প্রায় বিলুপ্ত ঘুঘু পাখির অপেক্ষা করি

এই পাখিটির ডাক নষ্টালজিক কৈশোরের মতো, আজীবন পুরনোকেই সুন্দর বলে, যেন আমি রুদ্ধদুয়ার নবাবের মেয়ে 

এ পাড়ার ক্ষণজন্মা বউটিকে ভুলতে পারি না,

আমাদের গায়ে কি এখন সে গুল্মলতা হবে

মেখে নেবে অসমাপ্ত, হাবিজাবি সাংসারিক পথ্য, ফাঁক

দিয়ে গলে পড়া ঝুলনের জ্যোৎস্না! 

দুই

এসব নোনাধরা কাজের মধ্যে আমরা দন্ডকারণ্য দেখতে গিয়েছিলাম 

ঠিক কি ধরনের সংসার থাকে বনের আদরে ও অন্ধকারের নিবিড়ে

চোরাশিকারীর দলের কাছে বুক পেতে দেওয়া পুরনো সেই মেহগনী নারী

গাছ নত হওয়া শিখেনি, শেষ  হতে হতে মরুভুমি করে যায়...দেখে এলাম এসবই, 

সুবাসিত বসন্তের দিন সমাগত, জঙ্গলের স্মৃতি লিখছি 

নিহত পশুর দাঁত, চামড়া, রক্ত আমার শরীর জুড়ে, 

বনজ ফুলে লেখা এপিটাফে মৌমাছির গান। 

কাছাকাছি কোন অরণ্যে আবার  যাবো আসন্ন বুদ্ধপূর্ণিমায়, 

সেখানে বোধহয় কোন মৃতগন্ধ নেই। 


তিন

বৃষ্টির  একটি আলাদা গন্ধ আছে, "পেট্রিকোর "

এ গন্ধটি এখনো তৈরী করতে পারেনি পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি কারখানা

মনে হয় গন্ধটি পৃথিবীর নরনারীর নিরুচ্চারিত ভীতু ভালোবাসা

তার রঙ্ ও গন্ধ দুটোই চেনা গেলো না...

চার

...............

মরুভূমির অন্দরে

অসি চালনা শিখছে কিছু  ইরানী জেহাদী মেয়ে 

আগুনরঙা গায়ে সন্ত্রাসীর উর্দি

তাদের মা বাবা কোথায় থাকে, কোন পাথরের ঘরে

উড়ন্ত বাজ পাখি যেন তারা, হাতে ঝকঝকে ছুরি

তাদের কি মাসিক হয় না, কিশোরীবয়সের পেটব্যথা! 

 যুবকেরা লিখে গেছে নাম বালির অক্ষরে অজান্তে ,  তারা কি খুলে দেখে না সেই নাম এক জলহীন  সন্ধ্যায়, 

যে ক্ষত থেকে বাহুতে রক্ত ঝরে ,

সেখানে দিলাম আমি মৌসুমী বায়ুর ঠিকানা, আঙুরের ঝোপ, চাতকপাখির দল,

হে মরু অশ্রুমতী হও ...


পাঁচ

যে সময় চলে যায় 

আমি আর একটু ফাঁকা হই, মনে হয় এই দিনটিও গেলো তবে

কয়েকটি মুহূর্ত, জমিয়ে রাখতাম, আগে

 ভাবতাম, এসব বলা হবে কখনো, কোনদিন

এখন আর ভাবি না, কোন কথা বলবো বলে রাখি না। 

রাত হলে সব উড়িয়ে দিই 

তারা রই রই করে জানালার ফাঁকফোঁকর দিয়ে বয়ে চলে যায়, 

কিছু বেলা থাকতে, আমাদের সামনে কোনদিন

একটি পাহাড় আসবে, ঝর্ণা অথবা বনানী

অনামী অর্কিডের দল দেখবো, খুব কি কঠিন ছিল কিছু ! 

এখন মনে হয়, আমার তোমার এসব অসঙ্গত, ভাবতে নেই কখনো। 

0 মন্তব্য(গুলি):