প্রেমের কবিতা, চিরশ্রী দেবনাথ

৫:৪০ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

চিরশ্রী দেবনাথ





ভালোবাসার বাড়িতে

……………….


ভালোবাসা খুব একা হয়,

যারা ভালোবাসা ভেবে গোলাপ দিচ্ছে    

তারা এখনো জানে না, গোলাপের নীচে নীরবতার সাম্রাজ্য

আগামীতে তারা একা হেঁটে যাবে বলে

তৈরি হচ্ছে শহর, পার্ক, ফুলের দোকান    

এ পথে আমি যখন যাবো, তখন তুমি হেলায় ওড়াচ্ছ স্মৃতি

শীতের ধুলোলাগা পাতার মতো সেসব স্মৃতিস্মারক আমার অসুস্থতা, 

তবুও আমি এখন খুব নিশ্চিন্ত,

হারিয়ে ফেলার পর আর ভালোবাসা হারানোর ভয় থাকে না

আমরা আর একে অপরকে দিব্যি দিই না

আমাদের কল্পনার বাতাসবাড়িতে 

এখন অজস্র দোয়েলপাখির মেলা বসেছে, গানের জলসা

 গোলকধাঁধায় পড়ে, সেই বাড়ি ছেড়ে এসেছি দুজনেই

তাতে হিমেল বাতাস বইছে , রোদের আহ্লাদ

তুমি বন্ধুর কাছে গল্প করছো, প্রেম হলো 'ন্যাকামো '

তাই এসবে হাসি পায়, তার চাইতে অনেক ভালো আছো এখন। 

আমি বন্ধুর কাছে গল্প করছি, ভালোবাসা বলে কিছু হয় না।

 পুরোটাই  ' ইগোসেন্টার্ড '। 

আসলে ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছি দুজনে, 

সেই ভাঙন ঢাকতে, আমরা আত্মহত্যার ঘটনাকে হেরে যাওয়ার গল্প বলে ঘেন্না করি, 

পৃথিবীতে কেউ চলে গেলে, তাকে ছাড়াও আছে বেঁচে থাকার অজস্র জলঠিকানা, 

একথা আমি কোথায় যেন এইমাত্র বলে এলাম উল্লাসে। 


আমাকে ঢাকতে আমি উজ্জ্বল পোশাক পরছি

তোমাকে বিস্মৃত হতে ভ্রমণে যাচ্ছি পাহাড়ে সমুদ্রে

আমার  আংটির নীলাভ পাথর থেকে গড়িয়ে যাচ্ছে তোমার রঙ

তাতে চুম্বন নেই, শ্রাবণ নেই, নেই চোখের ওপর চোখ রাখার অমোঘ তুর্যনাদ।


কিন্তু গোপনে খোঁজ রাখছি তোমার

তোমার দেহে কী তেমনি ধাতব ঔজ্জ্বল্য 

চশমার পাওয়ার বেড়ে, চোখ হয়েছে আরোও আবেদনময়

কারা কারা তোমার জন্য মুগ্ধ হয়? 

সেইসব শুকনো নদীতে কী তবে আমার ছেড়ে আসা জোয়ার?

একসময় আমরা ক্লান্ত হই,

প্রতিটি দিনের মধ্যে যে গভীর একটি দিন আছে, সেখানে

এসে দাঁড়াই।



কোথাও কেউ নেই, আমাদের ছেড়ে চলে গেছে পৃথিবী

আমরা মৌন বিষাদের মতো নিজেদের গিলছি

অথচ আমাদের বাতাসবাড়িতে ভালোবাসার উৎসব হচ্ছে...

সেখানে তোমার ও আমার নামে আসেনি কোনো আমন্ত্রণ। 








0 মন্তব্য(গুলি):