জন্মাষ্টমী

৪:৫০ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

জন্মাষ্টমী 

দৃশ্য ..১

যুদ্ধ সমাগত। কোথাও কোথাও শুরু হয়েও গেছে।
রণদুন্দভি বাজছে আকাশবাতাসে।
অবশিষ্ট বনভূমির অন্দরমহলে সমস্ত পশুকূল ও বিহঙ্গ পরিবার আশ্রয় নিয়েছে।
এই যুদ্ধ কার বিরুদ্ধে এবং কেন তা এখনো স্পষ্ট করে বুঝতে পারছে না মানুষ।
তাই তারা পালাচ্ছে, এক দেশ থেকে অন্য দেশে।
বেশিরভাগ দেশই তাদের স্থল ও জল সীমান্তে মজুত করে রেখেছে যুদ্ধাস্ত্র ও রণতরী।
প্রতিটি দেশ অন্যদেশের নাগরিকদের বাধা দিচ্ছে।
কোন্ দেশ নিরাপদ, মানুষ অসহায়ের মতো খোঁজ করছে সেই ভূখন্ডের, 
সর্বত্র উদ্বাস্তু মানুষের মিছিল।

দৃশ্য ...২

প্রাচীনতম তমালবৃক্ষ। চারদিকে গলিত অন্ধকার। শুধু আকাশের অদ্ভুত এক নীলাভ রূপ। সমগ্র পৃথিবীর বুকে এমন অন্ধকার ঢেলে দিয়ে সে ক্রমাগত নীল।
এই তমালবৃক্ষ  জরাজীর্ণ ধারক, তার অঙ্গপ্রত্যঙ্গ ভেদ করে জেগে উঠেছে সন্তানসম বৃক্ষরাজি, পাতায় পাতায় সবুজের সমারোহ রয়েছে বটে, তবে কেন যেন মনে হয় এই বৃক্ষের মৃত্যু আসন্ন।
শীর্ণকায়া এক নদী প্রবাহিত হয়ে চলেছে, নদীর  বিস্তৃত দুই বাহু জলহীন, খানাখন্দে ভরা, সেখানে জলজ প্রাণীগুলো তাদের প্রাণ নিয়ে খাবি খাচ্ছে।
নদী তীরবর্তী বনাঞ্চল শূন্য হয়ে গেছে কবেই।

দৃশ্য ...৩

সর্বশেষ খনিজ দিয়ে তৈরি ভূমিসৌরভী, রুদ্রকেশী, ধ্বনিব্রহ্মসম্ভূতা, রমণী নয়, মায়া নয়, অশনিবাস্তব,
যার পদভারে কদম্ববন যুগসন্ধিক্ষণে পা রেখেছে,
তিনি কি হারিয়েছেন বংশীসুরের আহ্বান মাদকতা? 

দৃশ্য ...৪

একজন সুঠাম কৃষ্ণদেহী পুরুষ, তাঁর দুইচোখ যেন অনন্তে স্থাপিত, তিনি নিরুদ্বিগ্ন। তিনি সৌম্য। যুদ্ধ দেখছেন, মৃত্যু দেখছেন। অসহায় মানুষের উদ্দেশহীন যাত্রা দেখছেন। এই অমোঘ পরিনাম তিনি যুগে যুগে দেখে আসছেন। তবুও তিনি প্রতীক্ষারত। তিনি কাঁদতে শেখেননি, ধ্বংস বোধহয় পৃথিবীর সর্বশেষ বীভৎস সৌন্দর্য,  স্থিত জ্ঞান নিয়ে এসব ধ্বংসকে যিনি যাপন করতে পারেন তিনিই শ্রীকৃষ্ণ ...

@ চিরশ্রী দেবনাথ

0 মন্তব্য(গুলি):