কান্না

২:০২ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

কান্না
****
যখন কাঁদতে চেয়েছি
তখন কাঁদতে দিও হে পুরনো মন্দির 
তোমার সঙ্গে দেখা হলে মনে হয় চরণামৃতের বাটি ভরে গেছে জ্যোৎস্নার কান্নায় 
এখনি তো কাঁদার সময়, 
বৃষ্টি ক্রমাগত ছুঁয়ে যাচ্ছে ফুলের দেহে প্রজাপতির সংঘাত
এই পৃথিবীতে এতো কান্না বয়ে বয়ে যায়
কত বিরহ, মৃত্যু, যন্ত্রণা আর পাপ, কান্না হয়ে গলে গলে যায়
অন্ধকার গভীর হয়ে শ্মশানের পাশ থেকে নিয়ে যায় ঘৃত পোড়া গন্ধ, মৃতের দেহের বাঁশরীর সুর
পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে কান্না,
 গলাজলে ডুবে গেছে গৃহস্থালি, দু এক খন্ড চন্দনকাঠ, গৃহদেবতার আশ্বাস
তবুও নতুন করে যেন কান্নাকে খুঁজে নিতে আসি 
এই কান্নার কাছে হাঁটু মুড়ে না বসলে, অহং এর কাছ থেকে ফেরা যায় না 

@ চিরশ্রী দেবনাথ

0 মন্তব্য(গুলি):