বসন্তের আগে

১২:৪৫ AM চিরশ্রী দেবনাথ 0 Comments

বসন্তের আগে
...................

বসন্তের আগেই প্রবল ভূকম্প হবে...
রিখটার স্কেলে মাত্রা ছাড়াবে অভিমানী ভূগর্ভ,

তার আগে না হয় বয়ে যাক কবিতা ঝড়,
উড়ন্ত, ফুটন্ত, ডুবন্ত ...

আমার চাই সলিলসমাধি
আজন্ম পিয়াসী যে....

মাটির স্তরে স্তরে তোমার অভ্র অহংকার,
গলে গলে  জল হবে সেদিন ...

0 মন্তব্য(গুলি):