যা অশ্লীল
যা অশ্লীল
.................
অশ্লীলতা এক পুন্য কথকতা ,
সমর্পিত আকাশ,
নীল মেঘের মতো ফুলদল,
যত উঁচুতে ওঠে তারা,
ছুঁয়ে ফেলে দেবালয়,
আকাশ যাত্রায় সঙ্গী তাদের
সেই একাকী বাঁশীওয়ালা,
তার কাছে আত্মা ঢেলে দিই বারংবার. ..
শরীর নগ্নতা ছেড়ে এক আলোকসজ্জা
পাপ চোখের লেন্স ঝলসে দেয়,
এই কুমারী, অবৈধ প্রসবিনী আলোময়তা .......
0 মন্তব্য(গুলি):