সুনীলবাবু ..নীরাকে ছুঁয়ে

৭:৫৭ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

সুনীল বাবু.....নীরাকে ছুঁয়ে

.....চিরশ্রী দেবনাথ

সুনীল বাবু, নীরাকে বড় ছুঁয়ে দেখতে ইচ্ছে  হয়, কেমন হালকা শব্দময় কুয়াশা দিয়ে তৈরী সে আপনার ইচ্ছেমত, তার হাসি কান্না,
সফেন তাকানো অথবা শিশু উচ্ছ্বাস।  সবই হয়তো গভীর রাতে নয়তো কোন অশ্রান্ত দুপুরে, সন্ধ্যার ঐকান্তিক নিঃসঙ্গতায়, অস্পষ্ট ভোরে আপনার ভারী লেন্সের চশমার গাঢ় অনূভবের আবছা সিঁড়ি বেয়ে
নেমে এসেছে সাদা প্রান্তরে, গুঁড়ো গুঁড়ো
বৃষ্টির অক্ষরে, গোগ্রাসে পড়েছি তাকে,
ভাল লাগেনি প্রায়শই, তবুও আবার একটু
দেখবো বলে খুলেছি নীরার পাতা, "পীত
অন্ধকারে ডোবে হরিৎ প্রান্তর " এমন কিছু
নয় তবু আমার ভীষন প্রিয়, মনে হয় এ যেন
অনিবার্য, হতেই হবে নীরা আছে বলে। আপনি বললেন "তখন কবিতার প্রতিটি লাইন শব্দ অক্ষর কমা ড্যাশ রেফ ও রয়ের
ফুটকি সমেত ছুটে যাচ্ছে তোমার দিকে "...
আমার আজ মনে হয় এ যেন রহস্যময় গড
পার্টিকলের থাকা বা না থাকার সংঘাতে
অনুভবের অনিশ্চিত পথখোঁজা। আপনার
ভাষায় "অক্ষরবৃওের মধ্যে তুমি থাকো, তোমাকে মানায় মন্দাক্রান্তা, মুক্ত ছন্দ, এমনকি চাও শ্বাসাঘাত দিতে পারি, অনেক
সহজ " বার বার পড়লাম, মনে হয়, যে ঘামগন্ধী নারী তীব্র বাস্তব হয়ে ঘুরে ঘুরে বেড়ায় মেঝের স্পর্শ থেকে দেয়ালের ছায়ায় সে কিন্তু নীরা নয়, "আমার একটি অতি
ব্যাক্তিগত কবিতার প্রতিটি শব্দের আত্মা "
সে শুধু আপনার পরাবাস্তবতা অথবা
ভীষণ প্রিয় কল্পনা যা শুধু কবিকে ঘিরে রাখে সবসময়। আচ্ছা সুনীলবাবু কবি
মানেই কি দ্বৈত সও্বায় নিরন্তর অবগাহন,
ছায়াপথে অবিরাম সুপারনোভার তীব্র বিস্ফোরণ, তাই নীরাকে ছুঁয়ে আমার কেন
যেন মনে হয় স্তব্ধতা থাক না অবিরত সীমারেখা স্পর্শ করে, ওপারে বোতলবন্দী
ফোয়ারায় স্বপ্নিল শ্যাম্পেইন, অবসাদ
যাক না তবু আমায় ছুঁয়ে ছুঁয়ে।

0 মন্তব্য(গুলি):