ঊনিশে মে

৭:৫৩ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

ঊনিশে মে
......চিরশ্রী দেবনাথ

ঊনিশে মে র রক্ত ক্ষরিত হচ্ছে প্রতিদিন, হয়তো
কখনও অপমানে, কখনও অবমাননায়, কখনও আজন্ম লালিত ভালবাসায়, ঊনিশে মে যেন আজ আরও গভীরে পৌঁছে গেছে তারুণ্যের, মনে হয় কিছু সময় ছিল স্তিমিত, না জানার অন্ধকারে ঢাকা, কিন্তু সেই লুকিয়ে থাকা সময়কে হাতের মুঠোতে এনে আজ প্রতিবিম্বিত হচ্ছে রামধনুর সাতরঙা আলো।আর্ন্তজালিক শব্দযাত্রার এই সীমাহীন দূর্বার গতি জুড়ে দিচ্ছে এপার বাংলা, ওপার বাংলা,বাংলাভাষাভাষী  পৃথিবীর সূদূরতম প্রান্তবাসী বাঙালীকে, সবার আবেগ জুড়ে যাচ্ছে আপনভাষার নিঃশব্দ আলিঙ্গনে, এ ভাষাকে
আজ আর থামিয়ে রাখা যাবে না, বিংশশতকের পৃথিবীর সঙ্গে তালমেলাতে অন্য ভাষাকে আত্মস্হ করতে আমরা প্রায় বাধ্য, তবুও মনে হয় বাংলাভাষা তার সাবলীলতায় বর্তমান সময়ে ছাপিয়ে যাচ্ছে সমস্ত ভাষাকে, সেই বটবৃক্ষ যেন বিস্তীর্ণ ভাষাসৈকতে ছড়িয়ে দিচ্ছে শিকড়, তার ইচ্ছাকৃত মর্মচ্ছেদী ফাটলে ঢুকে পড়ছে সাত সমুদ্রের লোনা জল, আর নরম সন্ধ্যা বুকে নিয়ে শুয়ে থাকা নদীগুলো লোনাজলকে আপন করে কখনও তুলসীতলার সান্ধ্যপ্রদীপে কখনও মসজিদের মরমী আজানে বরাকের ভাষা আন্দোলনকে জাগিয়ে রাখছে প্রতিমুহুর্তের অনাবিল সৃষ্টিতে।

0 মন্তব্য(গুলি):