আমার দেশের একটি ছেলে ও মেয়ে

৮:১২ PM চিরশ্রী দেবনাথ 1 Comments

আমার দেশের একটি ছেলে ও মেয়ে
.....................................................

সব মেয়েরা ভীষণ সুন্দর হয়/
তাদের ঠোঁটে এক অদ্ভুত খরখরে বালিময়তা/
এক অপ্রাপ্তবয়স্ক বেলাভূমি/
ঢেউয়ের মত হাজার হাজার মূহূর্তের আসা যাওয়া/ উচ্ছ্বাস জমা হয়  ঠোঁটের বাঁধে, /
শিশির হয়ে টুপটাপ  ঝরে পরে  বুকজলে/
একটি ঢেউয়ের আস্তিনেও তখন থাকে না  নারীবাদ, /
তারপর ঝরনা নেমে আসে শরীর বেয়ে,/
মননে অবাধ বারিপাত , /
মোম আস্তরনে ঢেকে যায় তাদের আঙুল, নখের ডগা, /
গাঙচিল উড়তে থাকে নদীর বুকে,/
গভীর আকাশ জড়ো হয় ধীরে ধীরে তার চারপাশে/
মেয়েটি হতে থাকে ক্রমশ নিজস্ব। /

নির্ভয়া বা দামিনী বা জ্যোতির গল্প /
আমরা শুনে চলেছি দুই হাজার বারো  থেকে /

এসব গল্প বহু কালের পুরনো /
বলতেও ইচ্ছে করে না, ভাবতেও না /
ধর্ষণ আবহকালের নারকীয় উল্লাস /

দামিনীর রক্তে ভাসানো কপোল থেকে /
নরম চুলের মতো সরিয়ে দিলাম সব নারকীয়তা /

আশ্চর্য মুখে পৃথিবীর সব প্রাপ্তি খেলে গেলো /

নির্ভয়ার বিনিময়ে তার বাবা টাকা পেয়েছিলেন,/ পঁচিশ লাখ বা আরো বেশী/
নির্ভয়ার ভাই একটি চাকরি /
সরকার আইন বানিয়ে তরিঘরি শাস্তির ব্যবস্হা ও করেছিল /

শুধু অনিন্দ্য কুমার পান্ডে, গোরখপুর..../

দামিনীকে ভালবাসতো। /
ফ্রম দ্য ক্যোর অব্ দ্যা হার্ট, এটাই কি!! /

কোন টাকা , চিকিৎসার খরচ নেইনি নিজের জন্য /
মিডিয়ার সামনে বাহবা কুড়োয়নি/

আগুনের মতো চোখের জল তার বাকি জীবন /

ছেড়ে যেতে পারত, সে মুহুর্তে ...যায়নি,/

লড়ে গেছে, রক্তাক্ত  উলঙ্গ শরীর নিয়ে
চলন্ত বাসে দিল্লীর রাজপথে  তীব্র শীতের রাতে/

সব শেষ হয়ে যাবার পর বান্ধবীকে কোলে নিয়ে
একটি কাপড়ে ঢেকে, /
হাত দিয়ে গাড়ী থামানোর চেষ্টা করেছে রাতভর /
সেদিন আমার দেশ কেঁদেছিলো, এমন ছেলেও আছে তার /
রাজপথ মহাকাব্যের হস্তিনাপুর রাজসভা /
কেবল সেই যাদববালক বড়ো অসহায়! /
অনিন্দ্য কুমার গোখলের চোখে তখন কি ছিল /
তার ভালোবাসার মরুঝড় /
সেদিন পৃথিবীর মাটি বুঝি বলেছিল,/
"এমন পুরুষের জন্য, বাঁজা হয়ে আছি কোটি কোটি বছর  ......./
আমাকে দাও বারংবার ধর্ষণের  উলঙ্গ  সম্মান ..../"

1 টি মন্তব্য: