শব্দ

৯:৩৭ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

শব্দ
.........

আমি চাই আমার প্রতি শব্দ নতুন হোক/
আমার শঙ্খপেয়ালায় তারা ঢেলে দিক
না চেনা আশ্লেষ, নিষিদ্ধ মাদক /

কিংবা গুচ্ছ গুচ্ছ নতুন ধানের শীষ, /
কোন কীট,  দংশনে যেখানে  ঢালেনি মধু কামড় /
 
সব বৃষ্টিতে  তারা ভিজুক শুধু ভিজুক /
নরম নরম নিটোল হয়ে ওঠার এ সময়ে/
কেউ দেখবে না তাদের /
পাবে না কেউ বয়ঃসন্ধির গন্ধ /

আমার সঙ্গে গভীর রাতে তারাই মানুষ হয় /
ফিস ফিস করে, /
বড়ো ধারালো ছোঁয়া , ঠান্ডা ছুঁড়ি /
ছিঁড়ে দিতে চায় মাংসল গভীরতা /

রাত শেষে দেখি শব্দেরা আসলে পরিযায়ী পাখি /
ভুল শ্বাস ফেলে গেছে শুধু আমার যাপনে /

0 মন্তব্য(গুলি):