ঈশ্বর

১২:৩৯ AM চিরশ্রী দেবনাথ 0 Comments

ঈশ্বর
......চিরশ্রী দেবনাথ

এই অমল জোৎস্না মাখানো উঠোন থেকে
ঈশ্বর তুমি আজ ফিরে যাও
দীর্ঘ বৃক্ষের তলায় দাঁড়িয়েছ যে
প্রাচীন সন্ন্যাসী তোমায় দিলাম
একাকী উপবন, মরুপথ, 
পারো যদি ছিন্ন বেদমন্ত্রে
নদী এঁকে দাও
তাপসীর কটিবাসে জ্বালিয়ে দিও
অশুভ হোমাগ্নি, 
এখানে কোন পূন্য নেই
কেবলি বিশুদ্ধ পাপ
আত্মম্যাপে শুধু  গুঁজে দিচ্ছি
লোভ, কাম ও মোহ 
বিচ্ছিন্ন বিষাদ তোমাকেও রেখেছি সাথে
সকালের রোদ মেখে লুটেপুটে খাবো অসহ্য রাতকে
তারপরও ভুল মন ভাবে ঈশ্বর আছো
লৌকিক হয়ে তুমি মিশে যাচ্ছো কেবলি বিশ্বাসে
শান্তির ঠিকানা কেবল তোমার কাছেই! 
এই অহংকার কি দিয়েছি তোমাকে?

0 মন্তব্য(গুলি):