মুখ ঢেকে আছি
মুখ ঢেকে আছি
......চিরশ্রী দেবনাথ
সরে সরে যাচ্ছে কলম,
আজ দেশ জুড়ে আসুক হাজার হড়কা বান
নবরাত্রি, পূজো যাক ভেসে
মা একা এসো, হাত ধরো এসে
নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকা তোমার মেয়ের
দশহাতে ঢেকে দাও সবকিছু
মুছে দাও হাজার ওয়াটের আলোর বন্যা
গভীর অন্ধকারে ঢেকে যাচ্ছে আমার দেশ
ত্রাসের মতো ছড়িয়ে পড়ছে লজ্জারা
তবুও তুমি পূজো নেবে?
ফুল বেলপাতা শঙ্খ পড়েছে দলিত সাজ
অঞ্জলি হবে না আর, সব পুরোহিতের উপবীতে
লেগে গেছে দলিত মানুষের পবিত্র কান্না
অশুচি তাই সব উপাচার
গঙ্গার জলে মিশে যাচ্ছে গণতন্ত্রের টুকরো শরীর
এতো নোংরা জল আর যে ছিটানো যায় না পূজোর থালায়
তোমার সন্তান নিয়ে তুমি ফিরে যাও মা
ছিন্নবাসও তুলে দেবো না আর তোমার শরীরে
মূর্তিপাড়ায় থেমে শিল্পীর হাত
আশেপাশে কোথাও কোন কাপড় নেই
আজ কিছু বলার নেই, কেউ নেই, কোথাও নেই
ভারত মহাসাগরে সহস্রাব্দের সুনামি
মুখ ঢেকে আছি অসীম অপারগতায়
কোনদিন ক্ষমা করো না আমাদের
আমার দেশের আইন কি বলবে কোন কথা?
তার চেয়ে জ্বালো আগুন, আবার ট্রিগারে ঝলসে উঠুক হাজার ফুলন...
0 মন্তব্য(গুলি):