হাম্পিতে
হাম্পিতে
.......চিরশ্রী দেবনাথ
সন্ধ্যা হতে তো দেরী নেই খুব একটা, রোদ আর ছায়ার চিরন্তনী সাতকাহন, হাম্পির পথে আজ তুমি আর আমি, বিরুপাক্ষ মন্দিরের প্রাচীন গা বেয়ে সূর্যাস্তের গুঁড়ো গুঁড়ো সোনা ঝড়ে পড়ছে, তুমি ঢেকে যাচ্ছো গোধূলি ছটায়, হোয়সল রাজকুমারী দাঁড়ানো যেন, শুকনো শিশির ফোঁটার চন্দন টিপ, কপোল জুড়ে অপেক্ষা নেই, শুধু ক্লান্তি, মাতঙ্গ পাহাড়ের ছড়ানো নুড়িতে পাথুরে নীরবতা, ঝলমলে বিজয়নগরের ঘোড়সওয়ার, ধূলোতে উড়ে যাচ্ছে সময়, ছিটকে ছিটকে সরে যাচ্ছে মুহুর্ত, যোদ্ধার হাতে পানপাত্র, মদিরতার আশ্লেষে রাএির কান্না, ঝকঝক করে উঠছে প্রেম, অধিকার নেই কোন, তবে কি মুক্ত তার বাহু, মিশে যাও শুধু মিশে যাও, বিমূঢ়তা তবু ছেয়ে থাকে তোমাকে, পম্পা সরোবরের নিস্তরঙ্গতা কেন তোমার শাড়ির পা ছুঁয়ে ছুঁয়ে, উষ্ণ হ্রদের বুকে আমার স্নান,রত্নরাজি তুলে আনবো অতীত থেকে, শতাব্দীর ফুল দিতে চাইলাম তোমার চুলে, তবু তুঙ্গভদ্রার স্রোত নেই চোখে, কোরাকল ভেসে চলে একা একা ........
0 মন্তব্য(গুলি):