খাদ
াদ
.....চিরশ্রী দেবনাথ
কখনো সেভাবে খাদ দেখিনি
গভীর খাদে পড়ে যাওয়ার স্বপ্ন দেখি তবু
গায়ে গায়ে প্রাচীন শ্যাওলা
ছায়া ছায়া অচেনা গুল্মলতা
তারা রোদ চেয়ে চোখ মেলে থাকে
একদিন সেখানে সূর্যঝাঁপ দেবো
খাদ গলে যাবে, স্বপ্নরা নদী
তুমি কি সেদিন মুঠোতে নেবে ফসলের বীজ
যারা ধারণ করেছিল নির্ভার সঙ্গম, প্রেমে অপ্রেমে.......
0 মন্তব্য(গুলি):