শীতস্বপ্ন
শীতস্বপ্ন
...............
আমার চাই আকুলতা,
কোথায় সেই যোদ্ধা? উদ্ধত উষ্ণীষ !
মাথা পেতে আছি আলোকবর্ষ দূরে,
যেদিন সূর্যস্নাত হবো..
আমি কিন্তু সরে যাবো,
আমার বিশ্বাস বড়ো অহংকারী,
বিপ্লব তার স্বপ্ন শুধু .....শীতস্বপ্ন....
আঙুলের ফাঁকে গলে পরা ক্লেদ জোৎস্না ....
©Chirasree Debnath
0 মন্তব্য(গুলি):