অন্যবর্ণা

১২:৫২ AM চিরশ্রী দেবনাথ 0 Comments

তোমাকে চিনি আমি প্রতি শিশিরের সমাপতনে, তোমারও না চেনা বায়বীয় অনুভবে মিশে থাকি কালচে হয়ে যাওয়া মশলার কৌটোয় প্রতিবিম্বিত স্বাদের ঝাঁঝে, তোমার পায়ের ছাপে রেখে দিই দিনান্তের নুনদাগ, যৌনতাকে পাশ ফিরিয়ে  রেখে তোমাকে খুঁজি মন্ত্রের বিশুদ্ধতম ধূপগন্ধে,তখন মনে হয় ঈশ্বরীয় ফাঁকে লেগে আছে আমিষ অশুদ্ধতাজেলেপাড়ার মেছো সন্ধ্যা, ঝিনুকের মালা পড়া বালির রমণীবলিষ্ঠ হাতে তুলে দিতে চাই সূক্ষ্মতম আমিকেকেন যেন তোমার আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ি বালিকণা হয়েপুরুষালি চোখে কৃষ্ণগহ্বর,তীব্র মাধ্যাকর্ষন আমাকে টেনে নিয়ে যাচ্ছে তোমার দিকে,   কিন্তু  হারিয়ে ফেলো তুমি আমাকেতারপর  আমার চারপাশ ঢেকে যায় মাংস, মসৃন ত্বক, ঝড়ের মতো চুলে, কেবল তখনি আমি সোনালী হলুদে ভেজে উঠি, পিচ্ছিল তেলের কুয়াশার স্বাদ তোমাকে তখন ঢেকে দেয়  ......

© চিরশ্রী দেবনাথ


0 মন্তব্য(গুলি):