বসন্ত ...ধুলো ....তিন

৭:০৩ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

বসন্ত ধুলো ...তিন

লাল রঙ বড় প্রিয় আমার/
এ রঙের বসনে ব্যসনে খনিজ অন্ধকার/
কণায় কণায় জৈব ফসিলের দূরাগত সময়/
কেটে ছড়িয়ে রক্ত মেখে নেওয়া গুলাল নিশি/
লজ্জা লজ্জা করে মেখে নিই বনস্পতি সাজ/
নিকষ হয়ে ছেয়ে যাই  বসন্তে বসন্তে/
আমার সব লাল নগ্নতার মতো বিশুদ্ধ /
গন্ধ,  স্বাদ, আবেগ মেশে না, মেশে না ..../.

জড়িয়ে ধরি  পলাশের বনে  বিরহী ভোর,/
আমাকে আরক্তিম রাখো বসন্ত .../

0 মন্তব্য(গুলি):