বসন্ত ধুলো .....চার
বসন্ত ধুলো ...চার
এই ফুরিয়ে যাওয়া, আমার একান্ত ঋতুক্ষরণ /
বসন্ত উৎসবে উড়ছে আলাদা আলাদা হলুদ রঙ/
আমি চাই তারা বিশ্বস্ত হোক /
আগ্নেয় স্রাবে ঢেলে দিক স্নিগ্ধ লোলুপ দহন /
হয় না, হয় না, সবই ভুল /
কেবলি ওড়ে অবিশ্বাসী সময় /
ধুলো, বালি ও ছাই আমার চারপাশে, /
শুধু গাড়তম কালো বসন্ত এঁকে দেয় ../
0 মন্তব্য(গুলি):