বসন্ত ধুলো ....একুশ
বসন্ত ধুলো .....একুশ
হোলি শেষ হয়ে যাবার পর/
কিছু রঙ্ লেগে থাকে নদী খাতে/
সাবান গলে গলে লাল কালো তরল পাথর কুচি/
তারাই সেইসব মিথ্যেজল, আসমানী অভিমান/
যাদের কাজ শুধু বছর বছর রঙ্ বয়ে আনা ...../
৭:২৬ AM চিরশ্রী দেবনাথ 0 Comments
বসন্ত ধুলো .....একুশ
হোলি শেষ হয়ে যাবার পর/
কিছু রঙ্ লেগে থাকে নদী খাতে/
সাবান গলে গলে লাল কালো তরল পাথর কুচি/
তারাই সেইসব মিথ্যেজল, আসমানী অভিমান/
যাদের কাজ শুধু বছর বছর রঙ্ বয়ে আনা ...../
0 মন্তব্য(গুলি):