উচ্ছ্বাস

৯:৪১ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

উচ্ছ্বাস
...........

বহুদিন পর উচ্ছ্বাস এলো, /
প্রবল বিনম্র উচ্ছ্বাস ...../
প্রবালপ্রাচীরের আকন্ঠ  লালের মত /
ঢেউয়ের কপোল ছুঁয়ে ছুঁয়ে নেমে গেলো, /
পৃথিবীর নিবিড় বুক থেকে যেন শ্রান্ত গ্রহজল। /

আমি  যে বহুদূরে আনমনা শ্রমণী, /
আমার উচ্ছ্বাস এখন শামুক লাজুক, /
তরবারির ধারে ধারে সূক্ষ্ম রোমের মত,/
এতটাই মসৃন, কোন ক্ষতস্নান হয় না।/

ঘটে না আবেগের অকাল  বারিপাত,/

আমাকে আর ভাসানের নিমন্ত্রণ দিও না ....../

0 মন্তব্য(গুলি):