অনাগত

৯:৪৭ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

অনাগত
....চিরশ্রী দেবনাথ

খুব নীরব ভাঙন, বড়ো অভিমানী
অতন্দ্র প্রহরী তবু আমি
মসৃন কাচের সেতু, পা ফেলছি
এলোমেলো সরীসৃপতায়
গভীর খাদ দৃশ্যমান হয় নীচে
আরো গভীরে মন চলো,
খাদ, সেতু, আমি হাত ধরে থাকি
যদি কখনো থেমে যায় সন্ধ্যা,
সূর্যগলানো আলো মোম হয়ে জমে থাকবে
ফিরো না তুমি,   "অপেক্ষা "  নই  আমি ..

শিকর ছড়ানো বহুগামী গাছ
আসছে বসন্তে  তবু তোমার ছায়াটুকু দিও।

যতো সব বিচ্ছিন্ন সময় জেগেছিল
প্লাবিত জোৎস্নায়,
হাত বাড়িয়ে দাঁড়িয়ে যেন,
তারা সব নবজাতক হতে চেয়েছিল
আমি তাদের গ্রহণে ঢেকে যেতে চাই,

তারা যেন শব্দপ্রসবিণী হয় ...

0 মন্তব্য(গুলি):