বসন্ত ধুলো....শেষ

১০:৩১ AM চিরশ্রী দেবনাথ 0 Comments

বসন্তধুলো ...শেষ

আমার আঙুল সমুদ্রবাহী /
পায়ের নখে জমে আছে রাশ রাশ সমুদ্রবালি/
এতো দূর ঠেলে ঠেলেএসে দেখি/
সব সংঘাত, আগেই লেখা হয়ে আছে /
সন্ত্রাস, আধপোড়া মনুসংহিতা কিছু আত্মহত্যা, /
কয়েকটি স্রোত থেমে গেছে/
পূঁথি, পুরান আর মাদক হয়ে /

ফিরে যাই তবে কোন পুরোনো বসন্তে/

ছোট্ট একটু সন্ধ্যা আছে রুমালে/
রঙহীন, সাদা আলো ঢেলে দিই, ঢেলে দিই.. .../
আগুন রঙে ফুটতে থাকা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন,  সময়ে.../

0 মন্তব্য(গুলি):