বসন্ত ধুলো ...চব্বিশ

৮:৪২ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

বসন্ত ধুলো ....চব্বিশ

মাংসাশী সুর
.................চিরশ্রী দেবনাথ

মাংস কাটার দোকানের কাছে বসে আছে
এক পরিযায়ী বেহালাবাদক

ছাল উঠছে, রক্ত ঝড়ছে টুপটাপ

বেহালায় জোৎস্না সুর,চোখ বন্ধ
পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে মাংস কাটার গান

ছাল উঠছে, রক্ত ঝড়ছে টুপটাপ

বসন্তের পশুরা সার সার গান শুনছে
ঝরে ঝরে পড়ছে লোম, পোকা

সোনালি চামড়ায় ভেসে যাচ্ছে ত্বক

সোনালি ছাল জমছে আর জমছে

বেহালার সুরে এবার শুধু
  ঘুমিয়ে পড়ার গান, ঝরা লোমের গান.....

0 মন্তব্য(গুলি):