চূর্ণ গ্রীষ্ম .....তিন

১:২৮ AM চিরশ্রী দেবনাথ 0 Comments

চূর্ণগ্রীষ্ম...তিন

দহনে জাত  দিনটিকে মনে হয় সবুজ মোম /
গলে গলে  গর্ভে ধারন করছে শ্যাওলাসুখ,  গুল্মসঙ্গম/
শুধু কিছু অবান্তর ছেঁড়া বৃষ্টি হোক /
বেড়ে উঠবে পত্রবিতান, বানানো গল্পগাছা/
গ্রীষ্মের এই সন্ন্যাসীজীবন /
আসলে তার শাপগ্রস্থ যক্ষ্মা কাল /
সব প্রাচীন কবিরা হাতে তুলে নিয়েছে যন্ত্রকলম/
ছিটকে ছিটকে পরছে পুরাতন গ্রীষ্মশরীর /
ঢুকে যাচ্ছে সব আসন্নপ্রসবা মায়ের গর্ভকুটিরে/
চন্দনবর্ণের পুরুষেরা জন্ম নেবে, ছেয়ে যাবে সুগন্ধি গরম /

0 মন্তব্য(গুলি):