তিন তালাক

৪:৩৫ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

তিন তালাক

............

হঠাৎ যেন গুঁড়ি মেরে সামনে দাঁড়ালো তীব্র হয়ে 

বাদে প্রতিবাদে চলছিল বহু যুগ, পঁচন নিয়ে, ক্লেদ মেখে, ভয়ের ফোয়ারা ছুটিয়ে, পুরুষ সেজে, 

 

 "তিন তালাক "

শুধু সামাজিক নিরাপত্তা, অন্ন, বস্ত্র। 

ভালোবাসা  কোনও কিছু নয় এখানে, কিংবা সংযোগের সেতু! 

মেয়েটি অন্ধকারে ঢাকা, 

জোড় করে নিতে চায়, মিলিত দিনযাপন, ফুলের বিছানা

এ পৃথিবীতে আজও তাকে বেঁচে থাকতে, ভিজে উঠতে, ফল পেতে,

একটি "খালি "সম্পর্কের জন্য, যুদ্ধ যুদ্ধ খেলতে হয়। 

0 মন্তব্য(গুলি):