মৃত পাখিরা ...চিরশ্রী দেবনাথ

১১:৪৯ AM চিরশ্রী দেবনাথ 0 Comments

মৃত পাখিরা
.........©চিরশ্রী দেবনাথ

একটি হিজাব এবং ওড়নার মধ্যে খানিকটা পার্থক্য, ...প্রেমের
হিজাব নিয়ে কোনও গান নেই, চুপ!
ওড়না উড়িয়ে, দোপাট্টা ভিজিয়ে যখন তখন বৃষ্টি ঝরে,
মেঘ জমে ওঠে অকাল ঋতুতে, রামধনু অসময়ের।

এই ছোট্ট শহরের ছোট্টবেলা থেকে আসা দোকানে,
আগে কোনো হিজাব বিক্রি হতো না,এখন প্রচুর!

ঝলমলে হিজাবগুলো সার দিয়ে ঝোলানো, মৃত পাখিদের মতো।

যাদের ভালো লাগে তারা পরুন।

আমার মনে হয়,
তাদের চুলে, গলায়, কাঁধে একটু কি হলকা বাতাস
বয়ে যেতে পারে না, একটি অনাবৃত বনাঞ্চল।
এ পৃথিবীর ধুলোটিও তো, নরম,  তারও একটু
ছুঁয়ে দেখতে ইচ্ছে করে,
বন্দী ঋতুটির বড়ই ছটফটে স্বভাব।

0 মন্তব্য(গুলি):