হিসেব

৪:৫৮ PM চিরশ্রী দেবনাথ 0 Comments


হিসেব

.........

আমাদের হাত কখনো কাউকে ছোঁয় না 

একটি স্বর্গ মাঝখানে অনতিক্রম্য 

আমরা আলো জ্বালি, হাতগুলো আলোতে আলাদা হয়ে যায়

এসব প্রাপ্তি অপার্থিব, ভেসে আসে জরাহীন মূহুু্ু্র্তে

নির্বাক ঔষধ গিলে যাওয়া সময়ে

তারা বালকবালিকার মতো কোলাহল করবে। 

0 মন্তব্য(গুলি):