দ্বাদশশ্রেণী

৪:৫৭ PM চিরশ্রী দেবনাথ 0 Comments


দ্বাদশশ্রেণী 

..................

জয়েন্টর  রেজাল্ট বেরুলে

কিছু তরুণের মাথা ঝুঁকে যায়

ঘর অন্ধকার করে তাদের বাবারা বসে থাকে

 বিপর্যস্ত মার্কশীট অজস্র রিংকলস্ এঁকে দেয় মার চোখে একরাতেই

ছেলেটি কিন্তু জানতো কেমিস্ট্রি তার নয়, সে তো 

অন্য ফুলের মালী

কিংবা ফিজিক্স, তার কাছে রেখে গেছে মৃত ফিনিস্ক পাখির শব

ম্যাথ ডুবিয়েছে তাকে, আসলে বাজতে চেয়েছিলো অন্য সেতার হৃদয় কেটে

এই  তরুণেরা অসময়ে নির্ভুল ভালোবেসেছিল কাউকে

হারিয়েছে সময় বাই সাইকেলে আর খাতার পেছনে, 

দ্বাদশশ্রেণী বড়ো ভুল করে, প্র্যাকটিক্যাল ক্লাসে আনমনে শুধু অ্যাসিড ঢালে ...

কেয়া দিদিমণি তুমি সবুজ শাড়ি আর পরে এসো না। 

0 মন্তব্য(গুলি):