ঘুম

৯:১৯ PM চিরশ্রী দেবনাথ 0 Comments


ঘুম

মা বাবারা মরে গেলে চেনা ঘরবাড়ি /

রূপকথার হয়ে যায়/

শেষ রাতে সবাই আসে যাবতীয় বেঁচে থাকা নিয়ে /

এক সকাতর ভৈরবী রাগ আমার গভীরে /

সমাধান হয় না,  হিম সকালে ডুবে যায় পথঘাট/

চাঁদা চাওয়া চেনা মাস্তান যেন ভালো হয়ে গেছে/

 বন্ধ চিঠির মতো দ্রিমি দ্রিমি শহর /

খাম খুলে দিই , ছড়িয়ে পড়ি  রাস্তাময়  /

এখান থেকেই হাত বাড়াই/

রাতশেষে কুকুর বাড়ি ফিরে/

তারা যদি সঙ্গে নেয় আমাকে/

ঠিকঠাক তাঁবুতে ফেরা হয় তাহলে/

ব্যাগে ঘুম,  সোনালি কুয়াশায় কেনা /

ঘুমুলে মা আসে, বাবা আসে,/

পাশে জেগে থাকে, হাত ধরে। /

0 মন্তব্য(গুলি):