মরুভূমির দিকে

৯:২২ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

মরুভূমির দিকে (প্রকাশিত, "সাগ্নিক ")

লিখবো বলে শরতের দুপুরে বসেছি, কোথা থেকে ঝাঁক ঝাঁক পরিযায়ী পাখির দল, যেন ঘরময় উড়ছে ছেঁড়া ঠিকানা , শিশু নদী... খুঁজে পাচ্ছে না সাগর, এভাবে লেখা যায় ! আবেগ এলো অঝোর অঝোর, কলম গলে জল, বইতে লাগলো চোখ নাক চিবুক ছাপিয়ে কাঁপিয়ে ভাসিয়ে, ওরে অশ্বারোহী ক্ষণকাল দাঁড়াও, তবু রাঙাচ্ছি নিজেকে, কত জোড়ে ছুটতে পারো দেখবো,  অট্টহাসি, কালীর মতো, কি রকম পাগল হচ্ছি, হয়েই যাচ্ছি বলতো, কোন অক্ষরের দিগ্বিদিক নেই, যেন অন্ধকার, ঝড় জমছে, বলে দিচ্ছে এই পৃথিবীকে মরে যেতে হবে, শিশুরা ভালো নেই, গাছেরা ভালো নেই, নদীরা ভালো নেই, সমুদ্র ভালো নেই,  মরুভূমি আদিগন্ত ...

0 মন্তব্য(গুলি):