এমনো তো হতে পারে নিরপরাধ পেঙ্গোলিন
পৃথিবী থেকে কুড়িয়ে নিতে এসেছে ছেঁড়া আঁশ
এমনো তো হতে পারে বাদুরের দল হতে চেয়েছে মানুষের দস্তানা
এমনো তো হতে পারে সামুদ্রিক বাজার শোধ নেবে বলে পাঠিয়েছে হলদে ঢেউ
এমন যেন না হয়, আমরা সব ভুলে গিয়ে নিষ্ঠুর দাঁতে কেটে নিই পশুর হৃদয়যন্ত্র
কত মৃত্যু এলে অবশেষে একটু শান্ত হবে জান্তব কান্না
উৎসব পালনে উদাত্ত হবো না কখনো হয়তো
এই যেমন চুপ করে আছো,
উত্তর কেমন করে দিতে হয়, অনর্গল অস্থিরতায় ভুলেছি সব
© চিরশ্রী দেবনাথ

0 মন্তব্য(গুলি):