পাঁচটি কবিতা, চিরশ্রী দেবনাথ

৪:০৪ PM চিরশ্রী দেবনাথ 0 Comments


চিরশ্রী দেবনাথ


এক

কোন বৃহৎ কথা মনে আসে না
এই টুকিটাকি, শিশিরের পতন, এক কণা আগাছা
দু হাতে ধরে বসে আছি ছোট পাহাড়, রেলপথ
একটি ছোট স্টেশন আমাকে ঘিরে
দুজনে বসে আছি, পানপাত্রে সর্ব রোগহরা ঔষধি
গা থেকে ঝরে যাচ্ছে নদী, মাঝি আর নৌকো
এই যে বলে যাচ্ছি সংলাপ
দ্বিতীয় জন, তৃতীয় কোন অভিসন্ধি, গলি বা রাস্তা নির্বাক
এখানে কি ইতিহাস লেখা হতে নেই, শীতঋতুর যাত্রাপালা
মুখ থেকে রঙ ধুতে ধুতে
দেখেছিলাম এক নারী কেমন করে হয়ে যায় পুরুষ
একটি অশ্ব যেন গোয়ালে বাঁধা
কেশরের কাছে বাজি রেখেছে স্বচ্ছতোয়া চোখ



দুই

সকাল দশটা বেজে যাচ্ছে, কালকেও কিছু লেখা হলো না
আজকেও না
অথচ বাজার করে আনলে তুমি, রান্নাও হলো, কিন্তু লেখা হলো না
কালকে যখন দশটা বাজবে, তুমি বরং মেঘেদের চলে যেতে বলো
ভিজে ভিজে লিখতে হয়, এসব কথা পুরনো হয়েছে
বরং ব্যস্ত ব্যস্ত একটা দিন হোক, সূর্য বেশ খানিক ভাজা ভাজা করুক
উল্টোপাল্টা আইন, বন্ধ কারখানার শ্রমিক, অভাব, খুন, ধর্ষণ, বেকারসমস্যা ইত্যাদি বলে দিক এসব লিখে কোন লাভ  নেই।
জনসংখ্যাবৃদ্ধি কিংবা নদীবাঁধজনিত সমস্যাও তো কবিতার প্রতিদ্বন্দ্বী আসলে
তারপর আবার কিছুদিন পর যখন দেখি তোমার মুখে দিব্যি মিশে আছে আলো হাওয়া,
তখন মনে হয় কবিতা লেখা এখনও ঠিক অপরাধ না।





তিন

আমাদের জন্য কি আছে পৃথিবীতে
অসমাপ্ত কথোপকথন আর মুছে দেওয়া
আমাদের ব্যস্ততা গুলো ছায়াপথ রেখে যাচ্ছে
কেউ বলে হৃদয় কেটে পথ
আমার মনে হয় রক্তারক্তি যেন আচম্বিতে
ধার করে নিচ্ছি যাদু বাস্তবতা, মানুষ কি আজকাল এভাবেই বাঁচে?





চার

আমাদের পাড়ায় দুটো পরিবার ফিরে এসেছে
পরিযায়ী শ্রমিকের ট্রেনে, সেদিন সন্ধ্যায়
লক ডাউন তেমন নেই আর, মাস্কে ঢেকে গেছে শহর

চৌদ্দ দিন কোয়ারেন্টিনে থাকার পর, শুনে এলাম তারা
আর যাবে না,
সুগন্ধির কারখানায় ছিল, বন্ধ হয়ে গেছে।
কি কাজ তুলে দেবে তার হাতে সরকার?
পারফিউম যে বানাতো, নরম গ্লাভসের নীচে সরু হয়ে গেছে আঙুল,
রাতের জানালা দিয়ে, ওদের ঘরে উঁকি দিই
ভৌতিক শহর থেকে দেশী ফুলের গন্ধ আততায়ীর মতো তাদের ঘরে ঢুকে যায়,
খিদের মুখে টের পাই প্রকৃতির অসহায়তা,
আমার ফেলে দেওয়া খাবারের তীক্ষ্ণ চোখ...অভিশাপ।


পাঁচ

কবিদের কাছ থেকে আমরা পেয়েছি যাবতীয় আস্কারা
আমাদের দহনের ভাষ্য
আমাদের ক্ষরণের নদী
রিরংসার উপপাদ্য
বিরহের স্তুতি
প্রেমের শ্লাঘা
যৌনতার সৌন্দর্য্যায়ন
ক্ষমা চেয়ো নিভৃতে তার অপমানের কাছে



0 মন্তব্য(গুলি):