বিশ্বাসের কাছে নতজানু বইটির আলোচনা, চৈতালি চট্টোপাধ্যায়

৩:৫৯ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

২০২০ কলকাতা বইমেলায় "Guruchandali "প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছিল, আমার একটি কাব্যগ্রন্থ "বিশ্বাসের কাছে নতজানু ", আজকে হঠাৎই গুরুচণ্ডালীর পক্ষ থেকে Ipsita Pal পাঠালেন একটি মধুর উপহার। শ্রদ্ধেয়া কবি চৈতালী চট্টোপাধ্যায় ( Chaitali Chattopadhyay) একটু আলোকপাত করেছেন বইটি নিয়ে। আছে অন্যান্য বইগুলো নিয়েও আলোচনা। নীচের লিংকে গেলে পড়তে পারবেন সেগুলো।
এইসব ছোট ছোট কিরণ গুলো আমাকে যেন কোথা থেকে ফিরিয়ে আনে বার বার। মনে হয় আরো কিছু লিখতে হবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। 

এবার, চিরশ্রী দেবনাথ-এর বই ‘বিশ্বাসের কাছে নতজানু’। এতক্ষণ দম চেপে রেখে যে লেখাগুলো পড়লাম, এখন এই ষোলো পাতার কবিতাদের হালকা চলন দেখে ভাবছিলাম হয়তো রিলিফ পাব একটু। কিন্তু, তা নয়। পড়ছি, ‘তবু মনে হয়, আমাদের ছেলেরাও একদিন তুলে নিয়ে যাবে/সব ফাটা গোড়ালির মেয়েদের,/আচ্ছন্ন শীতে সেই মেয়েরা বিবাহ তুলে দেবে ছেলেদের হাতে।’ পড়ছি, আর কেবলই ভাবনার জন্ম হচ্ছে। যেমন, ‘বেহালাবাদক’ নামের কবিতাটিতেই দেখুন না, ‘কবিতায় প্রতিবাদ হারিয়ে গেলে, জেগে ওঠো শ্লোগান/শ্লোগান হারিয়ে গেলে, আগুনের কাছে জখম নাও’, বর্ণনা পার হয়ে বিকল্প বর্ণনা তৈরি হচ্ছে। যেমন, ‘বড়দিন’ কবিতায় জীবনানন্দের ধানসিড়ি নদীকে অন্যতর মাত্রা দিচ্ছেন এই কবি। আঁতিপাঁতি করে এই ফুরফুরে চেহারার বইটিতে প্রেম খুঁজতে গিয়ে পড়ে ফেললাম, ‘ভালোবাসায় ছিলাম বলে কিছু লেখা হয়নি, লেখা যায়নি/সময় লাগবে, অনেক সময়, এই বিজন স্রোত বয়ে নিয়ে যেতে হচ্ছে একা,/কেন যে জানি না... ’

0 মন্তব্য(গুলি):