কবি সম্মেলন, মার্চ, ২০২১

১১:৩৩ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

#kobisammalon  , 
কবি সম্মেলন,  মার্চ ২০২১ 

শুধু মেয়েদের ভাষ্য। ভাষ্যে রয়েছে আদিমতা, মেধা, নির্মেদ বিষাদ, প্রগলভতা, যৌনতা ও অশ্রুর নিজস্ব অক্ষর যাপন। মেয়েদের কবিতা অতি সচেতনভাবে কনফেশনাল এবং কবি সম্মেলনের এই সংখ্যাটিতে কবিতা লিখছেন সেইসব মেয়েরা, যারা দীর্ঘসময় ধরে অথবা সামান্য সময় ধরে কবিতার সঙ্গে যাপন করছেন সবাই । এখানে অনেক কবিদের কবিতার সঙ্গে আমি যেমন কিছুটা পরিচিত ছিলাম আগে থেকেই, তেমনি আবার অনেকে আছেন যাদের একটি কবিতাও আমি আগে পড়িনি! এই আবিষ্কাররের জন্য কবি সম্মেলনের এই সংখ্যাটির কাছে আমার রইল সই পাতানোর মধুর অনুভব। ওগো সই, তোমার কবিতা পড়ে মুগ্ধ হয়েছি, আমার এই অনুভব অন্তর থেকে উৎসারিত। পৃথিবীর বুকে যেমন থাকে বৃক্ষ, বৃক্ষ মানে শিকড়, ফলমূল, পাতা, ফুল, ঝরা পাতার মৌসম, শুকনো ডাল ভেদ করে নতুন পাতার উৎসব, কালবৈশাখীর তাণ্ডব, বসন্তের তীব্র আবাহন, মেয়েদের কবিতা... কবিতার ভূমিতে তেমনই গাছের মতো। তাদের কবিতায় বারবারই ঘুরে ফিরে আসে সন্তান, সংসার, রান্নার গন্ধ, ঋতুদাগের নীল জন্ম, গভীরতম গোপন ভালোবাসার সুখস্রাব, এসবই তাদের কবিতা, বিশাল জগতটাকে তারা আশ্চর্য লহমায় একটি  নিউক্লিয়াসে পরিনত করেন, তার দিকে প্রবল আকর্ষণে ছুটে আসে বাদবাকি সমস্ত কিছু, আলাদা করে কোনো ব্যাখ্যার  আর প্রয়োজন হয় না। 

মেয়েদের কবিতা যেন সেই অবশ্যাম্ভাবী পরিনতি,

"যদি বলো, ভেসে যাবে একা

সমুদ্র এগিয়ে আসবে ঘরের দরজায়

ঢেউ নিয়ে, নৌকো নিয়ে নয় '

(নবনীতা দেবসেন, 'ভাসান ' )

কবি সম্মেলনের এই সংখ্যাটির প্রচ্ছদ করেছেন যিনি,

 তিনি  এ প্রজন্মের একজন তরুণ কবি "আম্রপালী দে,( Amrapali Dey ) প্রচ্ছদটির মধ্যে রয়েছে মেধাবী কৌতুক। মেয়েদের কোমলতা, তাদের মধ্যাহ্নের নির্জন অবসরের কথোপকথন  এবং মেধার বিচ্ছুরণের সামগ্রিক সমাহার , সবকিছু  মিলিয়ে  একটি  অসাধারণ প্রচ্ছদ করেছেন তিনি।

এই সংখ্যার কবিতাগুলো থেকে কবিতা বেছে, কবিতা পংক্তির তাৎক্ষণিক বিচ্ছুরণের ব্যাখ্যা করা নিতান্তই মোটা দাগের সংলাপ হবে, সমস্ত সংখ্যাটি জুড়ে হরিণীরা খেলা করেছেন আনন্দে ও বিষাদে, যেন জ্যোৎস্না রাতের তুমুল অভিসার।  কে বর্ষিয়সী, কে নিতান্তই তারুণ্যে পা রেখেছেন, তা না বলে বলা উচিত,কবিতায় উজাড় করেছি নিজেদের, মাঝি  চিনি  না, রাজা চিনি না, রাজকুমারের  খোঁজ করিনি, অকূল দরিয়ায় একাই ভাসি, গন্তব্য জেনে গেলে কবিতা ছেড়ে চলে যায়, তাই মাঝে মধ্যেই পথ হারিয়ে মজা করি।

চিরশ্রী দেবনাথ

0 মন্তব্য(গুলি):