কবিতা, চিরশ্রী দেবনাথ

৪:৪৫ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

স্থায়ী 
....

এবছর কি খুব বৃষ্টি হলো, পর্যাপ্ত?

যতটুকু পর্যাপ্ত হলে নয়ন জাগে

বর্ষণক্লান্ত ছাতা ভেঙে ফেলে শিক

ভেজা জুতোতে চেনা বিরক্তি !

শুধু ছপছপ আওয়াজ আসে একঘেয়ে 

মেঘলা গুমোট দিন, মেয়েদের কষ্ট হয় খুব

পায়ে বেড়ে উঠছে শক্ত শিকড়,

বিছানায় ছড়াচ্ছে খস খস,  গাছের ছালের মতো কৌতুকহীন, ঘোলাটে,

 মেয়েলি নখ হারিয়ে ফেলেছে গোলাপি নম্রতা, তীব্র ধারালো যেন

পৃথিবীর মাটি নরম হয়ে যাচ্ছে, তারাও বাধ্য উর্বরা, 

ঢুকে যাচ্ছে ভেতরে, খুলে দিচ্ছে নিস্পৃহ বীজসম্ভার

সময় এলে টেনে তুলতে হবে এখন, প্রাগৈতিহাসিক হাত, পা, ...তখন অনেক দূরে কোথাও মৃদঙ্গ বোল  হোক

@ চিরশ্রী দেবনাথ

0 মন্তব্য(গুলি):