বিষণ্ণ বইগুলো

১২:৫৬ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

বিষণ্ণ বইগুলো
*********
লাইব্রেরিতে কতো বই। যে বই একটু বেশিই ছিঁড়েছে, সামনের পাতায় ডেটের পর ডেট, তার ভারী অহংকার, কত্তো লোক তাকে পড়েছে, নিশীথে বিজনে। আরো রাশি রাশি বই, বুকভরা শিস, কিন্তু গলা দিয়ে আওয়াজ নেই, আহা কেউ ডাকেনি তাকে। বুকের ওপর রেখে ভরা দুপুরে কেউ ঘুমিয়ে পড়েনি একটু, আধশোয়া হয়ে যত্ন করে পাতা উল্টিয়ে দিলো না আজও কেউ। সেই লেখক কি জানেন তার বইটি কেউ পড়েনি, পাশ থেকে ভীষণ অভদ্রের মতো তুলে নিয়ে গেছে সুনীল,  শীর্ষেন্দুর উপন্যাস।  কী যেন লেখা হয়েছিলো, কেনই বা লিখেছিলেন যা না লিখলে হতো না। এই যে রাশ রাশ বই জীবনের গাছপালা আর পাতা ঝরা অভিমান নিয়ে জনপ্রিয় লেখককে স্পর্শ করে থাকে, তাদের কোন শ্লোগান নেই, বিপ্লবের মিছিলে তারা জনগন।

0 মন্তব্য(গুলি):