জেলার নাম, 'কাচের চুড়ি '

৯:৫৩ AM চিরশ্রী দেবনাথ 0 Comments

জেলার নাম ...'কাচের চুড়ি '   
.......................................
এখন যে নদী,  পাহাড়, খাদ, অগভীর বন আর রাস্তার কথা বলছি,  
তাদের জেলা, রাজ্য অথবা দেশের নাম সন্দেহজনক
পিন কোড ভুল , পোস্ট অফিসগুলো  জানুয়ারি মাসের কুয়াশায় ঢাকা,
  এখানকার মাটি, পোকামাকড়, আগাছা সমেত আমি মরে যাবো,
ব্যক্তিগত উদ্বাস্তুরেখা বরাবর আমার সীমান্ত হাট
কেনাবেচা করিনি কোনদিন, প্রাণপণে পসরা সাজানোর চেষ্টা করে গেছি।
সবকিছুই সস্তা, চড়া রঙ।
মাঝে মাঝে ভোরবেলার দিকে এক তরুণীকে স্বপ্নে দেখি,
এই আবছায়া আশ্রয়ের অস্তিত্ব খুঁজে পেতে প্রাণপণে সেইসব হলুদের চারাগুলো খুঁজছে যা ওর বাবা লাগিয়েছিল কোনদিন

জেলার নাম ..."কাচের চুড়ি ",
পোস্ট অফিস, "বাঁশের বাঁশি  "
পিন কোড ...একনম্বর তালপাতার সেপাই, দুইনম্বর তালপাতার সেপাই, তিননম্বর তালপাতার সেপাই।

পিনকোড নিয়ে হারিয়ে গেছে চুরাশিনম্বর তালপাতার সেপাই ...

0 মন্তব্য(গুলি):