পেট্রোল

১১:৫৮ PM চিরশ্রী দেবনাথ 0 Comments

পেট্রোল
.....

ছোট শহরের ছোটখাটো কবিতা পাঠের আসর শেষ হয়,

দুজন তরুণ  দাঁড়িয়ে 

... 'যুবক' হবে বলে অপেক্ষা রেখেছে যেন রোমশ সন্ধিতে,

মৃদু উচ্চারণে রুক্ষ পাহাড়ের প্রতিধ্বনি তরুণের গলায়

"আপনাকে শুনবো বলে শেষ পর্যন্ত বসেছিলাম "

 পথের ধুলোর কাছে খুব কষ্টে অহংকারটুকু দিয়ে দিলেন কাশফুলের মতো সেই কবি 

ডেনিমের শার্ট আর ছেঁড়া  জিনসের ফাঁক দিয়ে 
বেরিয়ে আছে যেন শহরময় সাদা সাদা প্রজাপতির পাখা, 

শরৎকালও সমাগতা, 

পেট্রোলের দাম শুধু বাড়ছে জেনেও 
এই সব আসন্ন যুবকেরা 
গন্তব্যহীন ভেজা রাস্তায় বাইক নিয়ে এখনো হারিয়ে যায় যখন তখন ...

©চিরশ্রী দেবনাথ

0 মন্তব্য(গুলি):